ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতভর এসব মালামাল উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বেটনোভেট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, পারফিউম, জনসন বেবি লোশন ও জিরা। এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ২৩ হাজার টাকা।

চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের অপচেষ্টা ব্যর্থ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী, জিরা, গরু ও মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *