নকলায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা -সত্যবয়ান

নকলায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা -সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (সোমবার) বিকেলে “হিলফুল ফুযুল” সংগঠনের উদ্যোগে উপজেলার দধিয়ারচর, চরমধুয়া নামাপাড়া এলাকায় এ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

শেরপুর জেলা জমঈতে আহলে হাদিস’র সভাপতি ও পাচকাহুনিয়া আলিম মাদ্রারাসার আরবি প্রভাষক মাজহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোজাম্মেল হক, মির্জাপুর দাখিল মাদ্রাসার সহ:সুপার মোকছেদ আলী, অবসর প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ
বক্তব্য রাখেন।

জিয়াউল হকের সঞ্চালনায় এ প্রতিযোগীতা অনুষ্ঠানে বিচারক হিসেবে ফুলপুর মাদ্রাসাতুস সুফফা এর পরিচালক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ও একই মাদ্রাসার সহ: শিক্ষক হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিকেলে বিচারক মন্ডলীর ফলাফলে জামিয়া ইসলামিয়া সিরাজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফুয়াদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, হিলফুল ফুযুল সংগঠনের সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *