নকলা সংবাদদাতা : শেরপুর জেলার নকলা উপজেলাতে পণ্যবাহী ট্রাক চাপায় মো. তাকরিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির নানি সিন্দুরী বেগম (৬০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকায় ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।
নিহত তাকরিম উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকার রেফাজ উদ্দিনের ছেলে এবং ৫ ভাই-বোনের মধ্যে সে একমাত্র ভাই ও সবার ছোট ছিল। আর আহত সিন্দুরী বেগম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী এবং নিহতের নানি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকরিম রাস্তার ওপারে তার নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় নালিতাবাড়ী থেকে শেরপুর গামী পণ্যবাহী একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে রক্ষা করতে গেলে নানি সিন্দুরী বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আটক রয়েছে। এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
