স্টাফ রিপোর্টার : টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর খুনি সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার বিচারের দাবীতে শেরপুরের নকলায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নকলা পৌরশহরের বড় মসজিদ (ধানহাটি) প্রাঙ্গন থেকে আলেমা উলামা, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ও অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে নকলা পুরাতন সিমেনা হল চত্বরে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উপজেলা শাখার ইমান আকিদা সংরক্ষন কমিটির সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আনসার উল্লাহ, বড় মসজিদের ইমাম মুফতি সামসুল হুদা জিহাদী, কায়দা বালিকা দাখিল মাদরাসার তত্বাবধায়ক মো. ওয়ালী উল্ল্যাহ প্রমুখ। বক্তারা সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবী জানান। বতব্য শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
