নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশন স্কিম’র পুরস্কার বিতরণ

নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশন স্কিম’র পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল-আমিন,নকলা সংবাদদাতা :শেরপুরের নকলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলা হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নাসির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যেভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, তা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ১৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *