তিন দাবি আদায়ে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা

তিন দাবি আদায়ে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: তিন দাবি আদায়ে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবি—পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া, বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা।

পরীক্ষার্থীরা জানান, এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (৪ জুন) সকাল ১০টায় ঢাকার শাহবাগে মানববন্ধন করবেন।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া স্বর্ণা বলেন, ‘আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য।

দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেননি। এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে।’

এক. পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া—দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে, বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে।

দুই. বিগত ব্যাচের নিয়ম অনুসরণ—এমসিকউ ও সিকউ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ।

তিন. অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা—সম্পূরক পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কর্মসূচি আরো বিস্তৃত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *