স্টাফ রিপোর্টার :সমবায় সমিতির ব্যানারে ফিক্সড ডিপোজিট স্কীমের নামে গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা প্রতারণাপূর্বক আত্মসাতের অভিযোগে যুবলীগ কর্মী আবু নাইম এবং এমদাদুল হকের বিচার ও গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।

মানব বন্ধনে বলা হয়, কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে ‘সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ নামে একটি সুদভিত্তিক সমিতি গত ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। পরে ২০২৩ সাল পর্যন্ত ওই সমিতিতে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও ঋণদানের পাশাপাশি প্রায় অর্ধকোটি টাকা ফিক্সড ডিপোজিটের নামে নেওয়া হয়। এরপর হঠাৎ সমিতির কার্যক্রম বন্ধ করে এমদাদুল গা ঢাকা দেয়, আবু নাইম টাকা আত্মসাতের কথা অস্বীকৃতি জানায়। এ নিয়ে মামলা দায়ের করা হলে তা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সমিতির সভাপতি ও যুবলীগ কর্মী আবু নাইম বর্তমানে আরেক নামে নতুন করে সমিতি গঠন করে এর কার্যক্রম চালিয়ে আসছে।
এসময় ভুক্তভোগী গ্রাহকরা সভাপতি আবু নাইম এবং কোষাধ্যক্ষ এমদাদুল হকের বিচার ও গ্রেফতার দাবী করেন।
