ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে আস্থা প্রকল্পের যুব ফোরাম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়।

যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক রুবেন নকরেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন আস্থা প্রকল্প, রূপান্তরের অপারেশন কোঅর্ডিনেটর রত্না বর্মন। যুব ফোরাম সদস্যরা আগামী কোয়ার্টার এর কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্ম শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক হারুন অর রশিদ দুদু, নাগরিক প্লাটফর্ম সদস্য (অব.) প্রধান শিক্ষক মনজুরুল হক, যুব ফোরাম-এর যুগ্ম আহ্বায়ক সাদিয়া সরকার, আস্থা প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম।
পরবর্তীতে ঝিনাইগাতী যুব ফোরাম-এর উদ্যোগে মহারশি নদীতে স্থায়ী বাঁধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের জন্য উপজেলার বিভিন্ন স্পটে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
