চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রেজাউল করিম বকুল

চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রেজাউল করিম বকুল

স্টাফ রিপোর্টার: মোহনা টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর রবিবার দুপুর আড়াইটায় শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের গেরামারা গ্রামে তার নিজ বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, স্থানীয় সাংবাদিক এহসানুজ্জামান ফিরোজ, শওকত জামান সহ আরো অনেকে।
এছাড়াও জানাযা নামাজে অংশ নেয়, স্থানীয় জনপ্রতিনিধিসহ শেরপুর জেলার ৫ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
জানাযা শেষে সাংবাদিক রেজাউল করিম বকুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার রাতে সাংবাদিক রেজাউল করিম বকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *