খালেদা জিয়ার জন্মদিনে বাজিতখিলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার জন্মদিনে বাজিতখিলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শনিবার (১৬ আগস্ট) বিকেলে মির্জাপুরস্থ স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বাজিতখিলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারেজ উদ্দিনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাজিতখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রসিদ বাবুল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *