অ-১৮ ক্রিকেট: ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জকে হারিয়ে শুভসূচনা শেরপুরের

অ-১৮ ক্রিকেট: ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জকে হারিয়ে শুভসূচনা শেরপুরের

স্টাফ রিপোর্টার : ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় উত্তরের ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জ জেলা দলকে ১৩ রানে হারিয়ে শুভসূচনা করেছে শেরপুর জেলা দল। ৪ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। সকালে টস জিতে শেরপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে। দলের পক্ষে ব্যাটার মো. ইয়াকুব ২ ছক্কা ৩ চারে ৪৩ বলে ৩০ রান, আজমাইন হোসেন ৪ চারে ৭৮ বলে ২৫ রান এবং ওপেনার আহসান হাবিব ৩৫ বল খেলে ৩ চারে ২১ রান করে। অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান। মানিকগঞ্জ জেলার বোলার রিয়াদুল ১০ ওভার বল করে ৪ মেডেন সহ ৩৫ রানে ৪ উইকেট দখল করেন। জয়ের জন্য মানিকগঞ্জ জেলা দল ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৪৮ রানে অলআউট হলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুরের যুবারা। মানিকগঞ্জের পক্ষে ব্যাটার ফুয়াদ হোসেন ৪ চারে ৭৭ বলের মোকাবেলায় সর্বোচ্চ ৩৭ রান এবং ৩৯ বল খেলে সাকিব হোসেন ১৯ রান করেন, অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। পক্ষান্তরে শেরপুরের পক্ষে ১০ ওভার করে বল করে বোলার রুকুনজ্জামান ৪ মেডেন সহ ২১ রানে ৩টি এবং ও আফ্রিদি মিয়া ৩ মেডেন সহ ২৫ রানে ৩টি করে উইকেট দখল করেন। বোলার আব্দুর রহমান ৪ ওভারে ১৯ রানে ও আলী আকবর  ৯ ওভারে ৪২ রানে ২টি করে উইকেট লাভ করেন।
শেরপুর জেলা দল প্রথম খেলায় জয়লাব করায় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সাপোর্ট স্টাফসহ সকলকে অবিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহŸায়ক ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ ক্রিকেট সংশ্লিষ্টরা।
শেরপুর জেলা দলের কোচ নজরুল ইসলাম সনিক ও কোচ রাফিউল ইসলাম রুমেল বলেন, প্রথম খেলায় ক্রিকেটাররা কিছুটা নার্ভাস ছিলো। কিন্তু সবাই দলীয়ভাবে পারফর্ম করায় জিতেছি। প্রথম খেলাতে জয়লাব করাতে ভালো লাগছে। সামনের দু’টি খেলাতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আগামীকাল বৃহস্পতিবার শেরপুর মোকাবেলা করবে টাঙ্গাইল জেলা দলের সাথে। এজন্য সকলের দোয়া চাই। তারা জানান, ইয়ং টাইগার্স অ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় (নর্থ)-এর ময়মনসিংহ ভেন্যুতে মোট চারটি জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্ব›িদ্বতা করছে। জেলাগুলো হলো-শেরপুর, জামালপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা দল। মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা ভেন্যুর খেলা উদ্বোধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *