১০ দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

১০ দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক: বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট চলছে। আসন্ন রমজান মাসে সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কার মধ্যে সুখবর জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাজারে তেলের সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *