রানা, শ্রীবরদী :
সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নীলা কীর্তন উপলক্ষে রানী শিমুল হিন্দু পাড়ার শ্রীশ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

কনকনে শীত হিমেল ঠান্ডা হাওয়ায় ৫ই জানুয়ারি সোমবার রাতে রানী শিমুল শ্রী শ্রী রাঁধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত লীলা কীর্তন প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন সাবেক এমপি রুবেল।

স্হানীয় হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটির পক্ষ থেকে সাবেক এমপি রুবেল কে সাধুবাদ জানানো হয়।
এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনী, স্থানীয় বিএনপি নেতা এবিএম শামীম কবির,মীর রোকনুজ্জামান লাখো, শাকিল আহমেদ সহ সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
