রানা শ্রীবরদী :
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেছেন শেরপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো সুলতান মাহমুদ।
২৫ শে নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গনদের সাথে নিয়ে বালিজুরি রেঞ্জ অফিস পরিদর্শন করেন।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বিজ্ঞ বিচারক গণদের অভ্যর্থনা জানান।

বন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক শুভ পণা চন্দ্র সিজেএমের নির্দেশনা মোতাবেক বন বিভাগের তদন্তাধীন ও বিচারাধীন মামলার নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল বন কর্মকর্তার প্রতি নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া, তানভীর আহমেদ, সুলতান মাহমুদ মিলন, নুর ই জাহিদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, বন বিভাগের মামলা পরিচালনা কারি কর্মকর্তা ফারুক হুসাইন , বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আবুল হাসেম সহ বন বিভাগের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
