শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ৪নং ওয়ার্ড (৪র্থ) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকালে উপজেলার পৌর মহল্লার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শ্রীবরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদা মিয়া ধলাই এর সভাপতিত্বে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও পৌর ফুটবল একাদশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পৌর ফুটবল একাদশে পরাজিত করে।

পরে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ফ্রিজ তুলে দেন। ৪ নং ওয়ার্ডের যুবসমাজের পক্ষে খেলার উদ্যোক্তা হিসেবে ছিলের ফরিদুল হক লিটন, সোহেল মন্ডল, হামিদুর রহমান হামিদ, রবিউল ইসলাম, আব্দুল হাই, শাহীন মিয়া প্রমুখ। এসময় কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *