স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বাজার সংলগ্ন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শেরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড আলহাজ্ব আব্দুর সাত্তার হাসপাতালে ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ জুলাই শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
শেরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড আব্দুর সাত্তার হাসপাতাল পরিচালনা পরিষদ গঠন এবং নিজস্ব অর্থায়নে ও আয়োজনে চিকিৎসক-কর্মচারী দ্বারা বর্হি বিভাগে গরীব ও অসহায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। এতে ১২ জন চিকিৎসক জেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষকে চিকিৎসা প্রদান শেষে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

এসময় ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর সাত্তার, সাবেক প্রিন্সিপাল ডাঃ এস.এম রেজুয়ানুর রহমান (বকুল) সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ওই সাবেক প্রিন্সিপাল ডাঃ এস.এম রেজুয়ানুর রহমান (বকুল) বলেন, তার বাবার নামে চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে গরীব-অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাবেন এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সকলের কাছে সহযোগিতা চান। এছাড়াও এই প্রতিষ্ঠানটি জেলার সকল প্রান্তে ছড়িয়ে পড়ে এবং গরীব-অসহায় মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে।
