স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে মো. লিটন মিয়াকে আহ্বায়ক, মো. আমিনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. শাহিন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
১৪ নভেম্বর রাতে শেরপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন, যথাক্রমে কাজল মিয়া, দেলুয়ার হোসেন, আনার মিয়া, জসিম মিয়া, নয়ন মিয়া, সাদেক হোসেন, মোশারফ হোসেন, নাজমুল হোসেন।

