শেরপুরে মৃত্যবরণকারী ট্রাক শ্রমিকের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান

শেরপুরে মৃত্যবরণকারী ট্রাক শ্রমিকের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার :শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৩২৭৭) এর অন্তর্ভুক্ত মূত সদস্যদের পরিবারের মাঝে এককালীন অনুদান অর্থ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের গৌরিপুরস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুদান দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন।

অনুষ্ঠান জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়নাসহ, জেলা শ্রমিকদল ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মৃত ৫২ জন সদস্যদের পরিবারের নিকট প্রায় ৫ লাখ টাকা অনুদানের অর্থ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *