বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়ন(রেজি নং ঢাকা-৩৯৯০) পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাখা কমিটি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে অষ্টমীতলায় শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভপতি মো. শওকত হোসেন। এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল সাদ্দাত সুইট, সিনিয়র সহ-সভাপতি মো. শফিল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মো.আনোয়ারুল মোকাদ্দেস নিকছন, শেরপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ প্রমুখ।
এসময় জেলা কমিটি ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

