স্টাফ রিপোর্টার :শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগে করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের দিক-নির্দেশনায় শহরের থানার মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট, খরমপুর, কলেজমোড়, বটতলা, শহীদ বুলবুল সড়ক হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্যে দিয়ে লিফলেট বিতরনের কাজ শেষ হয়।

লিফলেট বিতরন ও গণসংযোগে অংশ নেন শেরপুর সদরের কয়েক হাজার বিএনপির সমর্থক।

এসময় বক্তব্য রাখেন, শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা যুবদলের সহ সভাপতি মীর কাশেম, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিপন, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, ধলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন, যুবনেতা মাহবুবুর গণী বাবু, শ্রমিক দল নেতা নিজামুল হক।
এসময় বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোর্শেদুজ্জামান মুর্শেদ,দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবনেতা মন্টি, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা সম্পাদক ইমরান হাসান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
