শেরপুরে ডিবির নতুন ওসি’র যোগদান

শেরপুরে ডিবির নতুন ওসি’র যোগদান

বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রেজাউল ইসলাম খান যোগদান করেছেন। বুধবার ৯ জুলাই জেলা গোয়েন্দা শাখা ডিবিতে তিনি দায়িত্ব বোঝে নেন।

ওসি মো. রেজাউল ইসলাম খান ১৯৭১ সালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯২ সালে আনন্দ মোহন কলেজ থেকে বিএসসি শেষ করে ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব- ইন্সপেক্টর পদে ভর্তি হন। ১ বছর ট্রেনিং শেষে ১৯৯৬ সালে জামালপুর জেলায় সাব-ইন্সপেক্টর পদে কর্মজীবন শুরু করেন।

এরপর তিনি নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা, সরিষাবাড়ি থানা, মেলান্দহ থানা ও জামালপুর সদরে অফিসার ইনচার্জ ওসি হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন।

ইতোপূর্বে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় সেরা ওসি হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

নবাগত জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, মাননীয় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *