শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে স্বৈরাচারের উত্তরসূরীরা মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুঁশিয়ারি করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তারা।

এসময় জেলা ছাত্রদলসহ শহর, উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *