শেরপুরে গাছ কর্তন,চুরি হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে গাছ কর্তন,চুরি হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: 
শেরপুরে গাছ কর্তন,চুরি হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে চুরি, গাছ কর্তন, ফসল ধ্বংস, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা।
 ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফারহান তানভীর আদিব।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মো. সোহাগ মিয়া, মো. হৃদয় হাসান বাবু, খোরশেদ আলম ফা মিয়া, জামাল উদ্দিনসহ ১৩ জন ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাদের বসতভিটার পাশে কচুর ক্ষেতে হামলা চালায়। হামলাকারীরা সেচ মোটরঘরের তালা ভেঙে মোটর ও প্রায় ১ হাজার ৭০০ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা ডাকচিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়— প্রতিপক্ষরা প্রায় ৫০ শতাংশ জমির কচু ক্ষেত কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, এতে সাড়ে চার লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ফারহান তানভীর জানান, তার বাবা মো. ছামিদুল ইসলাম মণ্ডল একজন সাধারণ কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের পরিবারকে হয়রানি করে আসছে। এর আগে একই বিরোধের সূত্র ধরে তার কাকা মো. হারেজ মিয়াকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম মুক্তা গংরা প্রকাশ্যে হত্যা করে। উক্ত হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
তিনি অভিযোগ করেন, সেই হত্যা মামলার প্রতিশোধ নিতেই প্রতিপক্ষরা বারবার তাদের ক্ষতি করছে। সম্প্রতি তারা হামলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে প্রশাসনিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে চার দফা দাবি জানান— ১. ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা। ২. মিথ্যা মামলা প্রত্যাহার। ৩. পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ৪. ক্ষয়ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ নিশ্চিত করা।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ছামিদুল ইসলাম মণ্ডল শেরপুর সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ফারহান তানভীর বলেন, “আমরা পরিশ্রম করে যে ফসল ফলিয়েছি, তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া সেচের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের ন্যায্য বিচার নিশ্চিত করে- এটাই আমাদের একমাত্র আকুল আবেদন।”
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *