শেরপুরে এক মেয়রসহ ৫কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার: আ.লীগ বিদ্রোহী-২ বি এনপির একক প্রার্থী

শেরপুরে এক মেয়রসহ ৫কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার: আ.লীগ বিদ্রোহী-২ বি এনপির একক প্রার্থী

বুলবুল আহম্মেদ শেরপুর॥ শেরপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপি পন্থি সাবেক ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট আব্দুল মান্নানসহ ৫কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তারা এ মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি
নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
এদিকে বিএনপির একক প্রার্থী থাকলেও আ.লীগের বিদ্রোহী প্রার্থী রয়ে গেলো ২জন।
এনিয়ে মোট মেয়র প্রার্থীর সংখ্যা ৭জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, (স্বতন্ত্র) প্রকৌশলী আতাউর রহমান, আনোয়ার সাদাত সুইট ও আল আমিন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।