স্টাফ রিপের্টিার: শেরপুর জেলা শহরের পৌরসভার গৌরীপুর মহল্লায় ২০ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ওই পরিবার গুলো জানিয়েছেন।
জানা গেছে, গৌরীপুর মহল্লার বাসিন্দা মৃত আক্তারুজ্জামান চৌধুরীর মেয়ে শিউলী আক্তার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে গেলে শিউলী আক্তারের ঘরসহ ৭টি ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পরিদর্শন করেছেন।
