শেরপুরের নালিতাবাড়ীতে মনোনয়ন বঞ্চিতদের আলাদা বিপ্লব ও সংহতি দিবস পালন

শেরপুরের নালিতাবাড়ীতে মনোনয়ন বঞ্চিতদের আলাদা বিপ্লব ও সংহতি দিবস পালন

স্টাফ রিপোর্টার :জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুর জেলার নালিতাবাড়ীতে আলাদা অনুষ্ঠান পালন করেছে মনোনয়ন বঞ্চিত চার এমপি প্রার্থীর সমর্থিত বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলা শহরে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা মূলক ব্যবস্থা।

৭ নভেম্বর নালিতাবাড়ী উপজেলা শহরের নিলাম পট্রি মোড়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রফেসর নূরুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, এমএ মালেক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকছিম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

সভায় বক্তারা দাবি করেন, শেরপুর-২ আসনের চার মনোনয়ন বঞ্চিত নেতা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, প্রবাশি দুলাল চৌধুরী ও ইলিয়াস খান এবং যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান দুঃসময়ে দলের নেতাকর্মীদের সহায়তা প্রদান করেছেন। এই চার নেতাদের মধ্য থেকে যে কোন একজনকে মনোনয়ন প্রদান করার জন্য অনুরোধ করছি।

এদিকে শহীদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ভিপি আনোয়ার, মিজানুর রহমান, লিটন ও ইউনুস আলী দেওয়ানসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, শেরপুর-২ আসনের সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরীকে মনোনয়ন প্রদান করায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ খুশি হয়েছে। ইতিমধ্যে জুয়ার বইতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *