নালিতাবাড়ীতে ভারতীয় কম্বলসহ আটক ২

নালিতাবাড়ীতে ভারতীয় কম্বলসহ আটক ২

নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। ৯ ডিসেম্বর সোমবার ভোররাতে উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে ঝিনাইগাতীর হলদিগ্রাম বিজিবি’র টহলরত দল একটি ড্রামট্রাকসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সমচূড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল (৩০)।

বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমড়া কালিস্থান এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুস সবুর। এসময় চোরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ চাঁন মিয়া ও সোহেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। একই সাথে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ড্রামট্রাকটিও জব্দ করা হয়।

পরে দুপুরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে জব্দকৃত মালামালসহ ২ ব্যক্তিকে থানায় সোপর্দ করে বিজিবি। পরে মামলা গ্রহন করে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *