নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ১২ জুলাই শনিবার দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
আড়াইআনী চকপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। অপরদিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির (৫৫) পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে আড়াইআনী বাজারে আসেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার দুপুরে স্থানীয়রা একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
