নকলায় বর্ষপূর্তিতে সুবিধাবঞ্চিতদের পাশে আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার

নকলায় বর্ষপূর্তিতে সুবিধাবঞ্চিতদের পাশে আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর):

মানবসেবা আর সহমর্মিতার অঙ্গীকারে শেরপুরের নকলা উপজেলার গণপদ্দীতে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার উদযাপন করলো তাদের ব্যতিক্রমী বর্ষপূর্তি।

এ উপলক্ষে সোমবার হেলথ কেয়ার প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (স ও জ) খন্দকার রাকিবুর রহমান এবং প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

জাতীয় এনজিও রিসডার চেয়ারম্যান নুরুজ্জামান মুন্নার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা শেষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০০ জন উপকারভোগীর মাঝে কম্বল বিতরণের পাশাপাশি ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *