নকলায় পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ

নকলায় পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ

 আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পৌরসভার জালালপুর এলাকায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেবেকা সুলতানা-এর সভাপতিত্বে ও পরিচালক মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যাতিক্রমী বৈশিষ্ট্য সমূহ উল্লেখ পূর্বক শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম সুলতান মাহমুদ, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম ও গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক এবং পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পক্ষ থেকে অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়। তথ্য মতে, এদিন মোট ২২২টি পুরষ্কার প্রদান করা হয়। এরমধ্যে, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ৭০ জন, শতভাগ উপস্থিতি শিক্ষার্থী ২৩ জন, ৩ জন সেরা শিক্ষকসহ মোট ৪০ শিক্ষক-শিক্ষিকা, ৫ জন কর্মচারী, প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৭৪ জন এবং উপস্থিত অতিথিবৃন্দকে পুরষ্কার প্রদান করা হয়েছে। সবশেষে সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, নকলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত নাজিম উদ্দীন খাজা ও পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক প্রয়াত উসমান গণি আজাদী-এঁর আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুল হাসান। এসময় কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল হাফিজুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো. খসরুসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *