ডি এ তায়েবের ‘পুলিশ স্টেশন’

ডি এ তায়েবের ‘পুলিশ স্টেশন’

বিনোদন ডেস্ক :

সুপার হিরো ডি এ তায়েবের কাহিনীতে ও অঞ্জন আইচের পরিচালনায় বঙ্গ বিডিতে এসেছে আট পর্বের সিরিজ ‘পুলিশ স্টেশন’। ঢাকার এক থানার ওসিকে নিয়েই মূলত এ নাটকের গল্প। সুপার হিরো ডি এ তায়েব ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বড়দা মিঠু, জয়রাজ, ডন, সাবেরি আলম, তামান্না, সূচনা, টুটুল চৌধুরী, ফারজানা ছবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *