ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬জুন দুপুরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও ২টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে এসব হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।

এসময় উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ সহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *