নিজস্ব প্রতিবেদক: কারও মেডাম কিংবা এমপি সাহেবা হয়ে থাকতে চাইনা আমি বোন হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি জনগণের মাঝে কোন বাউন্ডারি দেখতে চাইনা। আমার কাছে সকলেই সমান। রোববার রাতে থানার মোড়স্থ স্কয়ার চত্বরে জাতীয়তাবাদী শ্রমিকদল সদর উপজেলা ও শহর শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
পথসভায় তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়। এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক। আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নীত করণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শেরপুর জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, শহর শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান নয়ন প্রমুখ।

