পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম(বাশিপ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশ।
তিনি বলেন, অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা’

ঈদুল আযহার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করে তিনি বলেন, “ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এদিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।
পবিত্র ঈদুল আযহার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সকলেই ঈদের আনন্দ উপভোগ করুক, এটাই প্রত্যাশা।”

