শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পুলিশের উদ্যাগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে জানুয়ারি ২০২৫ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় কিট প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন ও উপস্থিত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা ও পেশাদারিত্বের সহিত দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আরআই মোঃ ইউছুফ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *