শ্রীবরদী সীমান্তের  মায়ের মাজারে  দুই দিনের বার্ষিক উরস অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তের  মায়ের মাজারে  দুই দিনের বার্ষিক উরস অনুষ্ঠিত

শ্রীবরদী সংবাদদাতা :ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মেঘাদল ঝুলগাঁও সীমান্ত সড়কের পাশে গড়ে ওঠা মায়ের মাজার শরীফের দুইদিনের বার্ষিক ওরস মাহফিল। শুক্রবার ও শনিবার  শত শত  ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে  পালিত হয় দুইদিনের ৯ ম বার্ষিকী উরস। মিলাদ মাহফিল , জিকির, খাতে গান, আধ্যাত্মিক গান,ভক্তদের মাঝে তবারক বিতরণ  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মায়ের মাজারের খিদমতদার মো. জাকির হোসেন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস সুরাইয়া জাকির।। এ সময় অন্যান্যের মধ্যে  শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, রৌমারী থানার  ওসি রুপ কুমার সরকার ,  রৌমারী প্রেসক্লাবের সভাপতি মো. সুজাউর রহমান সুজা,  শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আবদুল্লাহ রানা,  শ্রীবরদী থানার সেকেন্ট অফিসার এসআই আকতার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, সিঙ্গাবরনা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কর্ণজোড়া দাখিল মাদ্রাসার সভাপতি মো হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা কমল মিয়া, সুরুজামান মেম্বার,  মানবাধিকারকর্মী সজীব রহমান, মায়ের মাজারের খাদেম মো. ফিরোজ পাগলা, মায়ের মাজারের অন্যতম ভক্ত  তুহিন তালুকদার, মজিবুর রহমান, রিয়াজুল ইসলাম লালু, শালু পাগলা, আব্দুল মোতালেব,রফিক মাস্টারসহ কয়েক হাজার ভক্ত-অনুসারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *