শ্রীবরদীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীবরদীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গাবতলী বাজারে গত ২৯ এপ্রিল শনিবার সকালে আঃ সাত্তার মার্কেটে সন্ত্রাসী হামালা ভাংচুর দোকানের মালামাল লোপাট এবং খেতের ব্যুরো ধান কর্তন ও জমি দখলের প্রতিবাদে ১৩ মে সকাল ১১ টায় শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মৃত আঃ সাত্তারের ভুক্তভোগী ছেলে মো. আবু হাশেম। সংবাদ সম্মেলেনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন সন্ত্রাসী হামলার শিকার ভুক্তভোগী আবু হাশেম। এসময় তিনি বলেন, তার মৃত বাবা আঃ সাত্তারের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ১৪ কক্ষ বিশিষ্ট একটি দোকান ঘর নির্মাণ করে তার মৃত বাবার নামে মার্কেটের নাম দেন ছেলে আবু হাশেম। এদিকে একই গ্রামের আসার আলীর ছেলে মো. আমিনুল ইসলাম আবু হাশেমের কাছে ওই মার্কেটের ৫ শতাংশ জমি ক্রয় করার প্রস্তাব দিলে আবু হাশেম তা প্রত্যাখান করেন। এরই জের ধরে পূর্ব শত্রুতার আক্রোশে আমিনুল ইসলাম হুমকি ধামকির এক পর্যায়ে ওই দিন তার নেতৃত্বে মো. ফারুক মিয়া ও মো. সাজু মিয়া সহ ৫০/৬০ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আঃ সাত্তার মার্কেটে সন্ত্রাসী হামলা চালায়। এসময় আবু হাশেমের দোকান ঘরের ইটের দেয়াল সার্টার ভাংচুর এবং দোকানের মালামাল লোপাট করে নিয়ে যায় ওই সন্ত্রাসীদল। এছাড়াও সন্ত্রাসীরা আবু হাশেমের খেতের বোরো ধান কেটে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাবার সময় আবু হাশেমকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে বলেও তিনি সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন। পরে এসব ঘটনার ভুক্তভোগী আবু হাশেম আমিনুল ইসলাম গংদের বিরুদ্ধে ২ মে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন ২০০২ সংশোধনী ২০১৯ এর ৪(১)/৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন আদালতে। এদিকে মামলা দায়েরের পর থেকে আমিনুল ইসলাম গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। সন্ত্রাসীদের হুমকিতে বর্তমানে আবু হাশেম পরিবার পরিজন নিয়ে শংকিত রয়েছেন এবং সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা এবং হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আবু হাশেম ও তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *