শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রভাবশালীদের হামলা

শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রভাবশালীদের হামলা

বুলবুল আহম্মেদ :শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলী অরফে জংগুর স্ত্রী মোছা. শরুফা বেগম (৬৫) উপর পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার প্রভাবশালী আমির হোসেন গংদের বিরুদ্ধে।

হামলায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিধবা ওই নারী শরুফা বেগম। ঘটনাটি ঘটেছে ৮ মে সোমবার সকাল সাড়ে ৯টায়।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে জোসনা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর থেকেই প্রতিনিয়তো মেরে ফেলার হুমকি দিয়ে আসতেছে এলাকার প্রভাবশালী আমির হোসেন, কুতুব মিয়াসহ তাদের সঙ্গবঙ্গরা।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৮মে সোমবার সকালে আমির হোসেন ও কুতুব উদ্দিন এর নেতৃত্বে অঙ্গাতনামা আরো ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদীর বসতবাড়িতে হামলা চালায়। তারা শরুফা বেগম নাতি জুয়েল ইসলাম আপনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাদের কাছে থাকা ১২ আনা ওজনের একটি চেইন যাহার মূল্য ৬০হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

স্থানীয়রা বলছেন, একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর পরিকল্পিত হামলা ন্যাক্কারজনক। আসামীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিপক্ষে কথা বলতে সাহস পাচ্ছিনা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এব্যাপারে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ বছির আহমেদ বাদল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *