শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে ২১ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন বনাম শেরপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছর স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের দিন বিকেলে ওই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর ২৬ মার্চ আসন্ন রমজান শুরু হওয়ার কারণে আগেই মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়। পরে উভয় দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। খেলা শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।

প্রীতি ফুটবল খেলায় অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মো. সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *