শেরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

শেরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী পালিত হচ্ছে। এতে শেরপুর জেলা সদরসহ উপজেলায় এক যোগে ১৫৪টি পূজা মন্ডপে নানা আয়োজনে আনন্দ ঘন পরিবেশে উৎসবটি পুরোহিতরা অর্চনার মধ্যদিয়ে পূজার আচার অনুষ্ঠান করছে তা শেষ হবে ৫ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে।
এ উপলক্ষে শনিবার দুর্গোৎসবের প্রথম দিনে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি শেরপুর জেলার শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি বিনিময় করেন।
পরিদর্শন কালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম পূজা মন্ডপে আসা দরিদ্র নারী-পুরুষদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *