শেরপুরে নাগরিক ঐক্য থেকে জুলহাস উদ্দিনকে এমপি প্রার্থী ঘোষনা

শেরপুরে নাগরিক ঐক্য থেকে জুলহাস উদ্দিনকে এমপি প্রার্থী ঘোষনা

স্টাফ রিপোর্টার :কল্যাণ রাষ্ট্রের প্রত্যয়ে নাগরিক ঐক্যে যোগদিন এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের চকবাজার এলাকায় শহীদ মিনার প্রাঙ্গনে এ সভা করা হয়। সভায় শেরপুর জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক সুভাস চন্দ বাসুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর -১ আসন থেকে সংগঠনটির জেলা কমিটির সদস্য সচিব মো. জুলহাস উদ্দিনকে এমপি প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা নাগরিক ঐক্যের সদস্য মো. তসলিম মিয়া, শফিকুল ইসলাম, আবুল হোসেনসহ আরো অনেকে। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *