শেরপুরে জাতীয় শোক দিবসের চিত্রাঙ্ককন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার প্রদান||সত্যবয়ান

শেরপুরে জাতীয় শোক দিবসের চিত্রাঙ্ককন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার প্রদান||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে গণগ্রন্থাগার মিলনায়তনে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ও শেরপুরের বিশিষ্ট সাংবাদিক ও কবি রফিক মজিদ।
প্রতিযোগীতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক অংশগ্রহনকারী প্রতিযোগীর মধ্যে রচনায় পৃথক ৪ টি গ্রুপে ১২ জন এবং চিত্রাংকনে পৃথক ২টি গ্রæপে ৬ জনসহ মোট ১৮ জন বিজয়ীকে এসব পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *