শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বুলবুল আহম্মেদ :শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘিনাপাড়া গ্রামে ১১ মার্চ শনিবার সকাল ১১ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গোষ্ঠীর প্রতিপক্ষ কফিল উদ্দিনের ছেলে মিজান (৩৫) মাহবুব (৩২) এর নেতৃত্বে ছোট ভাই লিটন (২৬) ও বাবা কফিল উদ্দিন (৬০) আজিজুল ইসলামের বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় আজিজুল ইসলামের ছেলে আশরাফুল আলম ইমরান (২৪) ছোট ভাই আজাহারুল ইসলাম রাজিব (২২) ও আজিজুল ইসলাম (৪৫) গুরুত্বর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘিনাপাড়া গ্রামের আজিজুল ইসলামের সাথে একই গোষ্ঠীর কফিল উদ্দিন ও তার ছেলেদের সাথে জমি সংক্রান্ত মামলা এবং বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে আজিজুল ইসলাম ও তার ছেলে ইমরান এবং আজাহারুল তাদের জমিতে ঘর উঠাতে গেলে কফিল উদ্দিন ও তার ছেলে মিজান মাহবুবের নেতৃত্বে লিটন বাকবিতন্ডার এক পর্যায়ের ধারালো অস্ত্র দিয়ে আশরাফুল আলম ইমরান ও আজাহারুল ইসলাম রাজিবকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও আত্মীয় স্বজন আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *