শেরপুরে গৃদ্দানারায়নপুর মহল্লাবাসীদের মাঝে বিন বিতরণ

শেরপুরে গৃদ্দানারায়নপুর মহল্লাবাসীদের মাঝে বিন বিতরণ

স্টাফ রিপোর্টার:“যত্রতত্র ময়লা ফেলা বর্জন করি, পরিছন্দ সবুজ এলাকা গড়ি ” শ্লোগানকে ধারণ করে শেরপুরে মহল্লাবাসীদের মাঝে বিন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ শহরের গৃদ্দানারয়নপুর মহল্লার স্থানীয় তিনরাস্তার মোড়ে গৃদ্দানারায়নপুর কমিউনিটি বেইজড অরগানাইজেশনের উদ্যোগে জনসচেতনামূলক এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আলহাজ্জ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্রভাষক শওকত হোসেনের সঞ্চলনায় প্রধান আলোচক হিসেবে এসময় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শরিফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক, শেরপুরের মাদারতেরেসা খ্যাত রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনুয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌরসভার স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনে আরা নাজমা, গৃদ্দানারায়নপুর কমিউনিটি বেইজড অরগানাইজেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম পিন্টু বক্তব্য রাখেন।

এছাড়াও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তহুর উদ্দিন ,জিয়াউল হক বিএসসি, আলহাজ্ব মাহবুুব রানা, সমাজ সেবক রুহুল আমীন শামীম, সুলতান আহাম্মেদ ময়না বক্তব্য রাখেন।

এসময় বক্তরা, মহল্লার ‍সবুজায়নের উপর গুরুত আরোপ করেন, সবার অংশ গ্রহনেই মহল্লাটি পরিছন্ন মহল্লায় পরিণত হবে এমনটাও প্রত্যাশা করেন আমন্ত্রিত অতিথিরা।

পরে আলোচনা শেষে মহল্লাবাসীদের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলার অনুরোধ করে প্রতিটি পরিবারকে বিন বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জনসচেতনেতামূলক এ উদ্যোগটির সফল সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *