শেরপুরের চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

শেরপুরের চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বুলবুল আহম্মেদ: শেরপুর জেলার সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩১মে বুধবার

দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মেলণ কক্ষে চেয়ারম্যান এসএম সাব্বির আহম্মেদ খোকন এর সভাপতিত্বে ও ইউপি সচিব
মো. আব্দুল কাদির এর সঞ্চালনায় ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এসময় বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব  ‘বাজেট পাঠ করে বলেন, ৯নং চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের রাজস্ব ২০ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা উন্নয়ন বাজেট ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪৪৫ টাকা সর্বমোট ২ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৩৩৭ টাকা ধার্য করে ২০২৩-২০২৪ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন।

এসময় চেয়ারম্যান এসএম সাব্বির আহম্মেদ খোকন বলেন, ৯নং চরমোচারিয়া ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়ন, গ্রাম আদালতে মানুষের সেবা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সেই সাথে বাজেটে ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে লছমনপুর ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসাইন, বিট অফিসার জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মালম আকন্দ জাফর, মো. মোশারফ হোসেন, খন্দকার মিজানুর রহমান, মাজেদা বেগম, শিল্পি বেগম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *