শেরপুরের ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক সূর্যদীর গল্প মঞ্চায়িত হতে যাচ্ছে ১৮ মার্চ

শেরপুরের ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক সূর্যদীর গল্প মঞ্চায়িত হতে যাচ্ছে ১৮ মার্চ

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পুলিশ কর্তৃক রচিত শেরপুরের ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক ‘সূর্যদীর গল্প’ মঞ্চায়িত হতে যাচ্ছে ১৮ মার্চ সন্ধ্যা ৭ টায় সূর্যদী স্কুল মাঠ প্রাঙ্গণে। এবিষয়ে ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেছেন। এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।

আমরা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের স্মৃতিকে লালন করি। তাই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ইতিহাস জানাতে ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক ‘সূর্যদীর গল্প’ আমরা মঞ্চায়িত করবো। জাতিকে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা সঠিক ইতিহাস জানাতে আমরা দায়বদ্ধ।
আমি সূর্যদী’র লোমহর্ষক গণহত্যার ঘটনাটি শুনেছি। আমি ২৪ নভেম্বর কে শুধু সূর্যদী যুদ্ধ বা গণহত্যা দিবসে মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই ঘটনাকে আমি ডকুমেন্টেশনের মাধ্যমে রাখতে চাই, আমি একটি নাটক বা সিনেমা বানিয়ে বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই। সেদিন আফছারের মতো বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে প্রায় ৩৯ জন যারা জীবিত আছেন। আপনারা ছিলেন সেইকালের সাক্ষী আমরা এই ইতিহাস গুলোকে লালন ও সংরক্ষণ করতে চাই। আমরা বঙ্গবন্ধুর চেতনাকে ধরে রাখতে চাই। আমরা বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হলে দেশপ্রেমিক একটি জাতি বা সন্তান পাবো। বঙ্গবন্ধু ছিলেন একজন দেশপ্রেমিক। সেই জন্যই আমরা এক জন নেতাকে পেয়েছি যার কথা আমরা বার বার বলি এবং বলতে হবে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আমরা অনেকে ১৯৭১ সালের (২৪ নভেম্বর) সূর্যদী গণহত্যার কথা ভুলে গেছি। আমরা আশা করছি এর মাধ্যমে সূর্যদী’র গণহত্যার কাহিনী সহ মুক্তিযোদ্ধদের ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে পারবো।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের সহযোগি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর মডেল গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সায়োরার, শেরপুর প্রেসক্লাব সহ সভাপতি মলয় মহন বল, সাপ্তাহিক দৃশ্যপট’র বার্তা সম্পাদক জিএইচ হান্নান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন পুলিশ সদস্যরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে, তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা পাক হানাদার বাহিনীকে লক্ষ্য করে থ্রি নট থ্রি রাইফেল থেকে ছোঁড়া গুলি দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন বাংলাদেশ পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *