শেরপুরের উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: “সমবায় শক্তি, সমবায় মুক্তি ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি(তদন্ত) আবুল কাশেম, কালব ময়মনসিংহের ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক মনজুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক মো. তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রানজল সাংমা প্রমুখ।

উক্ত সভার শুরুতেই সদস্যদের উপস্থিতি ও রেজিষ্ট্রেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আসন গ্রহন, পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্যের পর অতিথিগণ বক্তব্য প্রদান শেষে সদস্যেদের মাঝে লটারির ড্রয়ের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ করে। দ্বিতীয় অধিবেশনে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন এবং ব্যবস্থাপনার কার্যক্রম পাঠ ও অনুমোদন করা হয়। ২০২১জুলাই হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, লভ্যাংশ বন্টন উপস্থাপন ও অনুমোদন, ২০২২-২০২৩/২০২৩-২০২৪ সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন, উপ-কমিটি সমূহের প্রতিবেদন পেশ উপস্থাপন ও অনুমোদন করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩০ জুলাই ১৯৯২ সালে অত্র প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ৩০ জুন ২০২২ পর্যন্ত এর সদস্য সংখ্যা প্রায় ৫হাজার ২শত ৮১ জন এবং সমিতির মোট মুলধন ১২ কোটি ১৪ লক্ষ ২৯ হাজার ৫ শত ৩৭ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *