বকশীগঞ্জ ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিপুল মিয়া জামালপুর সংবাদদাতা: বকশীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। “নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাঁধা” যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে ১৩ মে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত সভাপতিত্ব করেন।

কর্মসুচি লক্ষ্য উদ্দেশ্য, স্বপ্নসারথি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আইন সহায়তা ইত্যাদি বিষয় উপস্থাপনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম।
এসময় উপস্থিত ছিলেন, এসিল্যান্ড আসমা উল হুসনা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, অফিসার সেলপ দেলোয়ার হোসেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, সমমনা এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্টার, ধর্মীয় প্রতিনিধি, যুব প্রতিনিধিরা।সমন্বয় সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধের চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ এসব বিষয়ে আলোচনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *