নালিতাবাড়ীতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে খামারি প্রশিক্ষণ

নালিতাবাড়ীতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে খামারি প্রশিক্ষণ

নালিতাবাড়ী সংবাদদাতা :শেরপুরের নালিতাবাড়ীতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে গরু খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গরু মোটা তাজাকরন ও হৃষ্টপুষ্টকরন দলের সদস্যদের নিয়ে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।

এতে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরন বিষয়ে প্রশিক্ষণ দেন ময়মনসিংহের বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা উম্মুল ওয়ারা মুন্নী। এ সময় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গরু মোটাতাজাকরন ও হৃষ্পষ্টকরন দলের ৪০ জন খামারি অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *