নকলা পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নকলা পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

শেরপুর জেলার নকলা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার পৌর ভবনের সামনে এই অভিযান উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।

এসময় স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, গার্ভেজ ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও মাসুদ মিয়াসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, পরিচ্ছন্নকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত তথা আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ সর্বশক্তিমান মহান আল্লাহ প্রেরণ করেছিলেন। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ মানবিক সৎগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত। তার সততার জন্য আরববাসীরা তাকে আল-আমিন বলে ডাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *